তর্কে-বিতর্কে সব সময়ই আলোচনায় থাকেন বিশ্বখ্যাত তারকারা। উদ্ভট ঘটনা চক্রে সমালোচনার মুখেও পড়েন তারা। এমনটা নতুন কিছু নয়। এবার যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ব্যান্ড ব্রাস অ্যাগেইন্সটের সংগীতশিল্পী সোফিয়া উরিস্তা আলোচনায় এসেছেন নিজের অদ্ভুত কর্মের কারণে। নিজের কনসার্টে ‘ভক্তের মুখে মূত্রত্যাগ’ করেছেন এই তারকা। সেই মুহূর্তের ভিডিও নেট দুনিয়ায় ভাইরালও হয়ে যায়। এরপরই শুরু হয় নানামুখী সমালোচনা।
১৮ নভেম্বর বৃহস্পতিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডেটোনায় কনসার্টের আয়োজন করা হয়। সেই কনসার্টে অংশ নেন সোফিয়া উরিস্তা। ব্যান্ডের জনপ্রিয় গান ‘রেইস অ্যাগেইন্সট দ্য মেশিন’ পরিবেশন করেন এই তারকা। গানের মাঝেই ওই কাণ্ড ঘটান।
গান দিয়ে স্টেজ কাঁপানোর মাঝেই ভক্তদের উদ্দেশ্য সোফিয়া উরিসতা বলেন, ‘আসুন, আমরা মঞ্চে একটি স্ট্যান্ট করি।’ প্রিয় তারকার সেই ডাকে সাড়া দিয়ে এক ভক্ত মঞ্চে উঠে আসেন। গানের তালে তালে পুরুষ ভক্তকে মঞ্চে শুইয়ে তার মুখে মূত্রত্যাগ করেন সোফিয়া। সোফিয়া প্যান্টের বোতাম খুলে অসংখ্য জনতার সামনেই ভক্তের মুখে মূত্রত্যাগ করেন। এরপর সেই ভক্ত স্বাচ্ছন্দ্যেই উঠে দাঁড়ান এবং মঞ্চের সামনে থাকা অন্য ভক্তদের উদ্দেশ্যে সেই মূত্র ছিটিয়ে দেন।
সোফিয়ার এই কাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। তুমুল সমালোচনার মুখে পড়েন এই তারকা। অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হোন সোফিয়া উরিসতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে টুইটার বার্তায় জনপ্রিয় এই সংগীতশিল্পী বলেন, “আমি সব সময় মঞ্চে সীমার মধ্যে থাকি। কিন্তু ওই রাতে সীমা ছাড়িয়ে গিয়েছিলাম। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থনা করছি। আমি জানাতে চাই যে, কাউকে আঘাত দেওয়ার জন্য এটি করিনি। আমি এমন আবেগী শিল্পী নই।”
সোফিয়া উরিস্তা টুইটে আরও বলেন, “আমি সর্বদা সংগীতকে প্রথমে রাখতে চাই। আমি আপনাদের অব্যাহত ভালোবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ।”
সোফিয়ার টুইট বার্তার জবাবে প্রতিক্রিয়াও জানিয়েছেন ভক্তরা। শত শত ভক্ত তার এই কাণ্ডের জন্য় ক্ষমা না চাওয়ার অনুরোধ করেন এবং তার প্রশংসা করেন।
এক ভক্ত প্রতিক্রিয়ায় লেখেন, ‘দয়া করে, একজন রকস্টার হয়ে ক্ষমা চাইবেন না। আপনি অসাধারণ!’
অন্যদিকে দেশটির আরেক জনপ্রিয় মডেল কামিলা কস্তাও সোফিয়ার এই কাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন। কামিলা কস্তা লিখেন, “ঘটনাটি ছিল ‘চমৎকার এবং অসাধারণ। এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে রক বিষয় ছিল এটি।”
সূত্র: নিউইয়র্ক পোস্ট